Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সিটিজেন চার্টার

১। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক পরিচালিত হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট কর্তৃক বাস্তবায়নাধীন “মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম” এর আওতায় মন্দিরের আঙিনায় প্রাক-প্রাথমিক, গীতা শিক্ষা ও বয়ষ্ক শিক্ষা কেন্দ্র পরিচালনা করা।

২। ০৪-০৬ বছর বয়সের সনাতন ধর্মাবলম্বী শিশুদের প্রাক-প্রাথমিক শিক্ষা দানের মাধ্যমে প্রাথমিক বিদ্যালয়ে গমনোপযোগী করে তোলা।

৩। ১০-১৮ বছর বয়সের সনাতন ধর্মাবলম্বী কিশোরদের গীতা শিক্ষা প্রদানের মাধ্যমে গীতা শিক্ষায় পারদর্শী করে তোলা।

৪। ১৫-৪৫ বছর বয়সের সনাতন ধর্মাবলম্বীদের বয়ষ্ক শিক্ষার মাধ্যমে নিরক্ষরতা মুক্ত করে স্বাক্ষর জ্ঞানসম্পন্ন করে  তোলা।

৫। প্রাক-প্রাথমিক শিক্ষার সাথে সাথে ধর্ম ও নৈতিক মূল্যবোধের মাধ্যমে সন্ত্রাস/ জঙ্গীবাদ ও নেশামুক্ত সমাজ গঠনে সহায়তা করা।

৬। প্রাক-প্রাথমিক শিক্ষা সমাপনান্তে শিশুদের প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি নিশ্চিত করা।

৭। বিনামূল্যে সকল শিক্ষক/শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ প্রদান করা।

৮। শিক্ষাকেন্দ্রে শিশুদের জন্ম নিবন্ধন নিশ্চিত করা।

৯। হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের মাধ্যমে সার্বজনীন মন্দির/মঠ/শশ্মান জরিপ ও নিবন্ধনে সহায়তা করা।

১০। হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের মাধ্যমে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর অনুদানসহ যাবতীয় অনুদানের চেক বিতরন।

১১। হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের মাধ্যমে মন্দির/মঠ/শশ্মান সংস্কার ও পুন: নির্মানসহ গরিব, দু:স্থ ও মেধাবী ছাত্র ছাত্রীদের অনুদানের ফরম বিতরন ও সহযোগিতা করা।

১২। বিভিন্ন জাতীয় দিবস পালনসহ স্থানীয় প্রশাসন কর্তৃক প্রদত্ত সকল প্রকার দায়িত্ব পালন করা।